পটুয়াখালী অফিসঃ ঐক্য, সংহতি ও সমৃদ্ধি এ শ্লোগান নিয়ে বেসরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও ঘোষনা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আতহার উদ্দিন মিলনায়তনে বেসরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মো. সুলতান মাহমুদ।
সহকারি শিক্ষক মোঃ আল মামুনের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মো. সুলতান মাহমুদ। উপস্থিত শিক্ষকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত বেসরকারি শিক্ষক পরিষদ জেলা আহবায়ক কমিটির আহবায়ক মো. আয়ুব আলী, সদস্য সচিব মো. মাসুদ আলম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহবুব হাসান, সদস্য কির্তিবাস চন্দ্র পাল, সদস্য আনিসুর রহমান সোহেল, মো. ইসমাইল হোসেন, মো. বাবুল হোসেন, মো. বশির মৃধা, মো. জাহাঙ্গীর হোসেন, সুমন রেজা প্রমুখ।
সংবাদ সম্মেলনে মো. আয়ুব আলীকে আহবায়ক ও মো. মাসুদ আলমকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিস্ট বেসরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।