পটুয়াখালী অফিস: আওয়ামী লীগ সরকার ক্ষমতা হস্তান্তর করার পর পটুয়াখালীতে বিভিন্ন জায়গায় ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷ এ ঘটনার দায় অস্বীকার করেছে পটুয়াখালীর সাধারণ শিক্ষার্থীরা।
৬ আগষ্ট সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। তারা জানান, শিক্ষার্থীরা আন্দোলনের শুরু থেকেই নিরস্ত্রভাবে মাঠে নেমেছে এবং শৃঙ্খলবদ্ধভাবে সকল কার্যক্রম পরিচালনা করেছে। কিন্তু কিছু সুযোগসন্ধানী মানুষ তাদের আন্দোলনকে ব্যবহার করে এসব ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থীদের প্রতিনিধি মুশফিকুর রহমান, সাগর চৌধুরী, তুর্মি পাল, খন্দকার মাইশা, সাইয়্যেদা রুশদা, দোলন কুমার, সান মাহমুদ সাকের প্রমুখ।
দেশের যেকোনো পরিস্থিতিতে সকল নাগরিককে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান তারা।