বৈষম্য দূরীকরনে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছে পটুয়াখালী সদর উপজেলার বেসরকারী স্কুল- মাদরাসার শিক্ষকরা।
মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী সদর ব্যানারে শিক্ষক নেতা দক্ষিন কেওয়াবুনিয়া দাখিল মাদরাসার সুপার হাফিজ মো. আলমগীর হোসাউনের সঞ্চালনায় দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী সদর শাখার আহবায়ক পূর্ববিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিন, সদস্য সেহাকাঠি মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফর, ছোটবিঘাই মাঃ স্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, হেতালিয়া মাঃ স্কুলের প্রধান শিক্ষক শবনম মোস্তারি, ডোনাবান মাঃ স্কুলের সহকারী শিক্ষক সৈয়দ আঃ কাইউম, ছোটবিঘাই আবেদীনা দাখিল মাদরাসার সুপার মাওঃ আঃ হক, চালিতাবুনিয়া মাঃ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান, হাজিখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, হাজিখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ফারুকুজ্জামান, কুড়িপাইকা আজিজিয়া দাখিল মাদরাসার সুপার মো. মিজানুর রহমান, দড়িতালুক মাঃ স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।
এর আগে শিক্ষক নেতৃবৃন্দ অর্ন্তবর্তীকালিন সরকারের শিক্ষা উপদেষ্টার বরাবরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উক্তদাবী সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।