ডেস্ক রিপোর্টঃ পটুয়াখালীর সবুজবাগ প্রথম লেন এলাকায় বাচ্চা প্রসব করেছে জান্নাতুল ফেরদৌস নামের এক পাগলী। এ সময় একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি৷
আজ সোমবার বিকেলে শহরের সবুজবাগ প্রথম লেন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যবসায়ী ও লাইজু বেগম বাচ্চার সকল দায়িত্ব নেন।
লাইজু বেগম জানান, প্রায় দুই মাস ধরে পাগলীর সকল দেখাশোনা তিনি করছেন। আজ প্রসব বেদনা উঠলে তিনি এবং স্থানীয় নারীরা মিলে সকল ব্যবস্থা গ্রহণ করেন। তিনি আরও জানান এ সন্তানের সকল দায়িত্ব তিনি নিতে চান এবং স্থানীয় সকলের সম্মতিক্রমে তার কাছেই দায়িত্ব দেয়া হয় বাচ্চার।
প্রসঙ্গত লাইজু বেগম পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকার হোটেল সিরাজ এর মালিক মোঃ সিরাজ খান এর কন্যা ও তিতাস মোড় এলাকার রেস্টুরেন্ট ব্যাবসায়ী।