পটুয়াখালীর বাউফল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজীকে দ্রুত অপসারণ ও তার দুর্নীতির বিচারের দাবীতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাউফল সরকারী ডিগ্রী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন, বাউফল উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী মুনতাসির তাসরিফ, রুহুল আমীন ও আয়শাতুন্নেছা প্রমুখ। ওই সময় বক্তারা বলেন, বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য,টিআর কাবিখা সহ সকল প্রকল্পের টাকা ভাগাভাগি করে লোপাট করেছেন এই ইউএনও।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ে তিনি দুই কোটি টাকার কৃষি প্রনোদনা ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন যা বিভিন্ন প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা ইউএনও মোঃ বশির গাজীকে বাউফল থেকে দ্রুত অপসারন করে তার দুর্নীতির বিচার দাবী করছি।