November 21, 2024, 6:58 am
শিরোনাম:
বাউফলে ইউএনও’র অপসারণ ও বিচারের দাবীতে বিক্ষোভ পটুয়াখালীতে বিরল প্রজাতির ৪ সুন্ধি কচ্ছপ উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি বিভিন্ন সংগঠনের কুয়াকাটায় রাসমেলা উপলক্ষে হোটেল মোটেল ও রিসোর্টে ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেফতার সুবর্ণার প্রেমের টানে শ্রীলংকার দিলশান পটুয়াখালীতে তালতলীতে চাচার বিশেষ অঙ্গ কাটলো ভাতিজি! বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় বাস চালক পটুয়াখালীর জামির হোসেন গ্রেফতার পটুয়াখালীবাসীর ক্রয় মূল্যের সবজি বাজার! পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন ভিপি নুর

পটুয়াখালীবাসীর ক্রয় মূল্যের সবজি বাজার!

মোঃ রুবাইয়াত হক
ক্রয়মূল্যে সবজি বিক্রি করছেন পটুয়াখালীবাসী সংগঠনের সদস্যরা

বাজার সিন্ডিকেট ভাঙতে ও সকলের নাগালে বাজার পৌছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‍‍”পটুয়াখালীবাসী”

আজ ৩০ অক্টোবর শহরের লঞ্চঘাটে সকাল থেকে শুরু হয় এই বাজার। বাজার শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এখান থেকে সবজি কিনতে আসেন। এসময় ক্রেতাদের মাঝেও ছিলো স্বস্তি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারটিতে কাচা কলা ২০ টাকা হালি, লাউ ৩৫ টাকা, পেপে ৩০ টাকা, পুইশাক ২৫ টাকা, ডিম ৪৮ টাকা হালি , লাউশাক ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসময় সাধারণ বাজার থেকে প্রতিটি পণ্যের দাম প্রায় ২০-৩০ টাকা পর্যন্ত কম বলে জানিয়েছেন ক্রেতারা।

আলাপকালে একাধিক ক্রেতা জানান, স্থানীয় বাজারেই সবজির দাম কেজি প্রতি ২০-৪০ টাকা বেড়েছে। তবে এখানে কম দামে সবজি পেয়ে আমরা কম টাকায় অনেক সবজি কিনতে পেরেছি।

পটুয়াখালীবাসী সংগঠনের মূখপাত্র মাহমুদ হাসান রায়হান জানান, ভোক্তারা যেন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন, তাই  ভোক্তাদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের মূল্যের ব্যবধান কমেছে। আমরা যে মূল্যে ক্রয় করি সে মূল্যেই বিক্রি করি।

তিনি আরও জানান, সকাল থেকে প্রায় কয়েকশো ক্রেতা ন্যায্যমূল্যে কাচাঁমাল ক্রয় করার সুযোগ পেয়েছেন। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত প্রতিদিন এই বাজার চালু থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page