পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকায় ২১ সনাতন ধর্মালম্বী পরিবারের রেকর্ডিয় জমি দখল করে খুন-জখমসহ দেশ থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগি পরিবার ও পটুয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
এরপর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্তরে গিয়ে শেষ হয়।
মানবন্ধনে বক্তারা আগামী শনিবারের মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় আগামী রবিবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার আল্টিমেটাম দেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও ভূক্তভোগি স্বপন ব্যানার্জী, সঞ্জয় খাসকেল প্রমুখ।