পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের একটি পাকা রাস্তার প্রায় এক কিলোমিটার অংশ তুলে লুট করে নিয়ে গেছে স্থানীয় মানুষ। ইটবাড়িয়া ইউনিয়নের ধানখালী বাজারের কাছে বেড়িবাঁধের ওপর রাস্তাটি অবস্থিত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে দেখা যায়, কোদাল, বস্তা, ঝুঁড়িতে করে রাস্তার মালামাল তুলে সেগুলো নিয়ে যাচ্ছেন অনেকে। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পাকা রাস্তার ওপর মাটি দিয়ে রাস্তা উঁচু করার কারণে রাস্তাটি মাটির নিচে চলে যাচ্ছিল। যেহেতু মাটির নিচে চলে যাচ্ছিল তাই তারা রাস্তা খুঁড়ে সেটির ইট তুলে নিয়ে যাচ্ছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় ইউপি সদস্য মিলন খানের নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় এক কিলোমিটারের এই রাস্তার ইট লুট করেছেন স্থানীয়রা। সমন্বয়হীনতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান পাকা রাস্তার ওপরে এক্সেভেটর দিয়ে মাটি ফেলতে শুরু করে। পাকা রাস্তা মাটির নিচে পড়ায় এর সুযোগ নেন স্থানীয়রা। এলজিইডির নির্মাণ করা প্রায় এক কিলোমিটার রাস্তার ইট লুট করে নেওয়ার পাশাপাশি তারা বিক্রি করে দিয়েছে বন বিভাগের গাছ।
এ বিষয়ে জানতে চাইলে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন খান অভিযোগের কথা অস্বীকার করে বলেন, আমি তাদের এসব নিতে বলি নাই। আমি আরও তাদের নিষেধ করছি, তারা আমার কথা শোনে না। আর রাস্তাটি মাটির নিচে পড়ে যাওয়ার কারণে আমিও খুব একটা গুরুত্ব দেই নাই।
এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, পানি উন্নয়ন বোর্ড যে বেড়িবাঁধ উঁচু করবে সে বিষয়ে আমাদের অবগত করেনি। তারা তাদের মতো করে কাজ শুরু করছে। আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। যাতে আর কেউ রাস্তার মালামাল নিয়ে যেতে না পারে।