মোঃ রুবাইয়াত হক,পটুয়াখালীঃ পুরুষ নির্যাতন দমন আইনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন। মঙ্গলবার(১ অক্টোবর) বিকেলে শহরের ঝাউতলা চত্ত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান বলেন, শতকরা ৮০ ভাগ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার হন। তারা আত্মসম্মানের ভয়ে এটা প্রকাশ করেন না। তাই পুরুষ নির্যাতন দমন আইন করার দাবি জানাই।
বর্তমানে ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমরা ধর্ষণের শাস্তি চাই। একইসঙ্গে কোনো নিরপরাধ মানুষ যেন সাজা না পায় সেটাও চাই।
এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।