জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় পটুয়াখালীর বাউফলে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, মোস্তাফিজুর রহমানের জমি অন্যায় ভাবে জবর দখল করতে চায় একই এলাকার আজম খান গংরা। বিরোধপূর্ন ওই জমি নিয়ে একাধিকবার শালিশ ফয়সালা করে দেন বাউফল থানার অফিসার ইন চার্জ ওসি। কিন্তু তারপরও আজম খান গংরা তা মানছেন না। ঢাকা থেকে বাড়ি আসা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে সোমবার বাড়ির কাছে পেয়ে আজম খান ও তাঁর ১২/১৩জন সাঙ্গপাঙ্গ কুপিয়ে ও পিটিয়ে মোস্তাফিজুরকে আহত করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন এবং মোস্তাফিজের বাড়ির লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে বাউফল স্বাস্থ কমপ্লেক্সে এসে ভর্তি করে।
এ ব্যাপারে আজম খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায় নি।
মোস্তাফিজুর রহমান জানান,তিনি এ ঘটনায় ন্যায় বিচার দাবি করে মামলা করবেন।