November 10, 2024, 9:25 pm
শিরোনাম:
সুবর্ণার প্রেমের টানে শ্রীলংকার দিলশান পটুয়াখালীতে তালতলীতে চাচার বিশেষ অঙ্গ কাটলো ভাতিজি! বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় বাস চালক পটুয়াখালীর জামির হোসেন গ্রেফতার পটুয়াখালীবাসীর ক্রয় মূল্যের সবজি বাজার! পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন ভিপি নুর সেচ্ছাসেবক লীগ নেতাকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ: বাউফলের ইউএনওকে আদালতের শোকজ! ছাত্রলীগ নেতাদের গণগ্রেপ্তার সমর্থন করেন না সারজিস ‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ জামায়াত ইসলামী’র পটুয়াখালী যুব বিভাগের ইউনিট প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনাটমি মিউজিয়ামে দেশের ‘দ্বিতীয়’ রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল

পটুয়াখালীর পৌর মেয়র, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালী অফিস:

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ও সদ্য সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শোয়েবসহ ৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
জেলা বিএনপি কার্যালয়ের স্টাফ মস্তফা আকন (৩৬) বাদী হয়ে রোববার দুপুরের সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
এ মামলায় আওয়ামীলীগের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আরও রয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফ সহ অন্যান্যরা। সকল আসামীদের বিরুদ্ধে বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
মামলায় বলা হয়, গত ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে বাদি মোস্তফা আকন বনানী এলাকায় বিএনপি কার্যালয়ে গেলে আসামীরা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু বাদি চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা তাকে মারধর করে এবং তাঁর সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং এক সপ্তাহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আসামীদের হুমকি-ধমকীতে প্রাণনাশের ভয়ে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ জসীম জানান, আওয়ামীলীগ নেতৃবৃন্দর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা রুজু হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page