November 14, 2024, 6:13 pm
শিরোনাম:
উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি বিভিন্ন সংগঠনের কুয়াকাটায় রাসমেলা উপলক্ষে হোটেল মোটেল ও রিসোর্টে ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেফতার সুবর্ণার প্রেমের টানে শ্রীলংকার দিলশান পটুয়াখালীতে তালতলীতে চাচার বিশেষ অঙ্গ কাটলো ভাতিজি! বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় বাস চালক পটুয়াখালীর জামির হোসেন গ্রেফতার পটুয়াখালীবাসীর ক্রয় মূল্যের সবজি বাজার! পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন ভিপি নুর সেচ্ছাসেবক লীগ নেতাকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ: বাউফলের ইউএনওকে আদালতের শোকজ! ছাত্রলীগ নেতাদের গণগ্রেপ্তার সমর্থন করেন না সারজিস

শ্বশুরের নামে কোটি টাকার সম্পত্তি কেনেন সাবেক ওসি খায়ের

পটুয়াখালী অফিস:

পটুয়াখালীর মহিপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আবুল খায়ের। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ১ জুন পর্যন্ত মহিপুর থানার দায়িত্বে ছিলেন তিনি। এ সময় নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়েন তিনি। ঝামেলা এড়াতে নিজের নামের পরিবর্তে শ্বশুরের নামে কেনেন প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি।

ওসি খোন্দকার মো. আবুল খায়ের মহিপুর থানায় কর্মরত অবস্থায় শ্বশুরের নামে কিনেছেন কয়েক কোটি টাকার সম্পত্তি। ওই সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় কোনো অর্থ পরিশোধ না করে প্রতিবেশী হালিম মোল্লা নামের এক জমির মালিককে কারাগারে প্রেরণ করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সাবেক ওই কর্মকর্তা মহিপুর থানায় কর্মরত অবস্থায় প্রকাশ্যে ট্যুরিজম সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আর দাবিকৃত অর্থ না দিলে হয়রানি ও মামলা দেওয়ার হুমকি দিতেন বলে অভিযোগ উঠেছে।

জমি সংক্রান্ত ভুক্তভোগী হালিম মোল্লা জানান, দেড় বছর আগেও পটুয়াখালীর পশ্চিম কুয়াকাটা এলাকায় সড়কঘেঁষা ৭ শতাংশ জমির বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করতেন। হঠাৎ ২০২৩ সালের একরাতে তৎকালীন মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের হালিম মোল্লাকে একটি মামলায় সাক্ষী দেওয়ার জন্য তার ছেলেসহ থানায় নিয়ে যান। পরদিন সকালে তাদের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন। সাত দিন জেল খেটে বাড়ি ফিরে দেখেন কোনো টাকা পরিশোধ না করেই তার বাড়ির ওই সম্পত্তির চারপাশে উঁচু সীমানা প্রাচীর নির্মাণ করে জমি দখলে নিয়েছেন ওসি। পরবর্তীতে সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করে ওই জমির মালিক হিসেবে ওসি খায়ের তার শ্বশুর মো. এনায়েত করিমের নাম লিখে দেন। এ সময় হালিম মোল্লা তার বাড়িতে পরিবারসহ প্রবেশ করতে চাইলে মামলা ও গুমের হুমকি দেন ওসি।

হালিম মোল্লা বলেন, আমাদের কাছ থেকে জোর করে নেওয়া সাত শতাংশ জমির পাশাপাশি ক্রয় করেছেন মোট ৬০ শতাংশ জমি। তার হাত থেকে রেহাই পায়নি সরকারের খাস জমিও। সব জমি একসঙ্গে করেই গড়েন সীমানা প্রাচীর।

এদিকে সাইনবোর্ডে জমির তপশিল উল্লেখ থাকলেও পরিমাণ উল্লেখ নেই। সাইনবোর্ডে লেখা রয়েছে, রেজিস্ট্রি বায়না সূত্রে এই জমির মালিক মো. এনায়েত করিম। জেএল নং৫৭, কুয়াকাটা মৌজা, বি এস খতিয়ান নং১২৮৪, বি এস দাগ ১২২৯। তবে বায়না রেজিস্ট্রি দলিল অনুযায়ী জমির পরিমাণ ৬০ শতাংশ। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

স্থানীয় বাসিন্দারা শুকুর মাঝি জানান, ওসি খায়ের তার শ্বশুরকে উপহার দেওয়া সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় কোনো অর্থ পরিশোধ না করে হালিম মোল্লা নামের এক জমির মালিককে কারাগারে প্রেরণ করে জমি দখলে নিয়েছেন। অসহায় পরিবারটি আজ ভূমিহীন। সাবেক ওসির দুর্নীতির তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।

কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটের সভাপতি মো. কাওসার বলেন, ওসি খায়ের একজন অসৎ মানুষ। থানায় কর্মরত থাকাকালীন সময়ে আমাকে অফিসে ডেকে টাকা চান। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার দোকানের বৈদ্যুতিক লাইন কেটে দেন। পরে টাকা দিয়ে সংযোগ আবারও চালু করি। এ ছাড়া আমার ফিশ ফ্রাইয়ের দোকান থেকে বিভিন্ন সময় মেহমান এবং তার পরিবার নিয়ে এসে মাছ খেয়ে টাকা না দিয়ে চলে গেছেন।

স্থানীয় সাংবাদিক রুমি শরীফ বলেন, আমি বিএনপির সমর্থন করি বলে ওসি খায়ের আমার দোকান থেকে প্রায়ই চাঁদা নিত। টাকা না দিলে মামলার হুমকি দিত। বিএনপি করি কেন সেজন্য সবসময় গালমন্দ করত। মহিপুর থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তার মতো অসৎ এবং দুর্নীতিবাজ ওসি এ থানায় আসেনি। ওসি খায়ের মহিপুর থানায় কর্মরত সময়কালে যেসব অপকর্ম করেছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছি।

কুয়াকাটা পৌর ছাত্রদল নেতা সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন প্রতিমন্ত্রীর (সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান) ছেলে পরিচয় দিয়ে এই ওসি খায়ের বহু মানুষকে অত্যাচার করেছে। বিনা অপরাধে আমাকে বহু মামলায় অজ্ঞাত আসামি করার ভয় দেখিয়ে প্রায় প্রায় সময় মোটা অঙ্কের টাকা নিত। টাকা না দিলে থানার লোক পাঠিয়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালাত। টাকা দেওয়ামাত্র চলে যেত। ওসি খায়ের এভাবে শুধু আমাকে নয় বিএনপির সকল নেতাকর্মীকে রাত-দিন ভয়ভীতি ও হুমকির মাধ্যমে অত্যাচার চালাত। উনি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক।

ট্যুরিজম সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী বলেন, ওসি খায়ের থানায় কর্মরত অবস্থায় প্রকাশ্যে চাঁদা গ্রহণ করতেন। আর ঘুষের অর্থ না দিতে পারলে বা অপারগতা প্রকাশ করলে গুম ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাতেন। এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের ক্ষমতা দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। বিভিন্ন আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট থেকে বাকিতে মালামাল কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে একাধিক।

কুয়াকাটার বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ইমাম হোসেন বলেন, মহিপুর থানার সাবেক ওসি খায়ের সাহেব এখানে কর্মরত থাকা অবস্থায় কুয়াকাটা এলেই তিনি আমার হোটেলে খাওয়াদাওয়া করতেন। কিন্তু কোনো সময় টাকা পরিশোধ করতেন না। টাকা চাইলে বলতেন খাতায় লিখে রাখুন। এভাবে তিনি ২৭ হাজার ২৪০ টাকা বিল করেছেন কিন্তু বিল পরিশোধ না করেই চলে গেছেন। আমি আমার এই টাকা ফেরত চাই।

জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে বাদীপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে আমাকে বেশ কয়েক দিন জেল খাটিয়েছেন ওসি খায়ের। পরে আমার সঙ্গে অন্যায় হয়েছে বলে ওসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দুঃখ প্রকাশ করেন সেই সময়। এ ছাড়া জমিজমা সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে ওসি খায়ের আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন। বিষয়টি আমি তাৎক্ষণিক তৎকালীন উপজেলা প্রশাসনকে অবহিত করেছিলাম।

সাদ্দাম মাল আরও বলেন, তার কাছে (ওসি খায়ের) কেউ নিরাপদ নয়। দুর্নীতিবাজ সাবেক এই ওসির দুর্নীতির সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ওসি খোন্দকার মো. আবুল খায়ের মহিপুর থানায় ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ১ জুন পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর সেখান থেকে পটুয়াখালী পুলিশ লাইনসে যান। সেখান থেকে বিশেষ তদবিরের মাধ্যমে কিছু দিনের জন্য ঝালকাঠি জেলার সদর থানার শেখেরহাট তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে আবার তাকে ঝালকাঠি পুলিশ লাইনসে নিয়ে আসা হয়। বর্তমানে ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন এই কর্মকর্তা।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সাবেক ওসি খোন্দকার মো. আবুল খায়েরের মুঠোফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে একাধিক এসএমএস দিলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান বলেন, সাবেক ওসি খোন্দকার মো. আবুল খায়েরের বিরুদ্ধে জেলা পুলিশের কাছে কোনো ধরনের লিখিত অভিযোগ নেই। কেউ অভিযোগ দিলে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page