পটুয়াখালীর কলাপাড়ায় হোন্ডা মহড়ায় আগ বাড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে চার নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই (বিএনপি) দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় নোমরহাট মুন্সিরস্ট্যান্ড এলাকার এ ঘটনা ঘটনা। পরে রক্তাক্ত অবস্থায় আহতের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গাজী মাইনুল ইসলাম মিরন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী মেহেদী হাসান, ধানখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয় ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী বাহারুল ইসলাম।
এ ঘটনায় ধানখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হাওলাদারকে দায়ী করেছেন আহতরা।
আহত গাজী মাইনুল ইসলাম মিরন বলেন, নোমরহাট হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। এমন সময় পথিমধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হাওলাদারের নেতৃত্বে আগে থেকেই ওত পেতে থাকা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, পিন্টু গাজী, ইলিয়াস মৃধা, জহিরুল মৃধা, মাসুম বিল্লাহ, সজিব মুন্সী, কালাম প্যাদা, তুষার মৃধাসহ ২০-২৫ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এমনকি মৃত ভেবে তাকে কচুরিপানা ভর্তি ডোবায় ফেলে চলে যায় অস্ত্রধারীরা।
তবে বিএনপি দলীয় নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানাতে আসা হোন্ডা মহড়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত আলমগীর হাওলাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু বলেন, স্থানীয় কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। আমরা আহতদের খোঁজ নিয়েছি। তদন্ত করে দলীয়ভাবে সিন্ধান্ত নেয়া হবে।
কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।