September 8, 2024, 10:58 am
শিরোনাম:
ছাত্র আন্দোলনঃ ঢাকায় হত্যা মামলার আসামী করা হলো পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিনকে! শ্বশুরের নামে কোটি টাকার সম্পত্তি কেনেন সাবেক ওসি খায়ের পটুয়াখালীতে ছাত্রদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ, প্রতীক পেয়েছে ট্রাক পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় বাউফলে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরনে পটুয়াখালী আইনজীবী সমিতির দোয়া ও আলোচনা সভা পুনর্বহালের দাবিতে চাকুরিচ্যুতদের পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন ১৬বছর পর আবদুল করিম মৃধা কলেজে অধ্যক্ষ বাহাউদ্দিন’র স্ব-পদে যোগদান পটুয়াখালীতে শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ, প্রতীক পেয়েছে ট্রাক

Reporter Name

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের দল গন অধিকার পরিষদ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে ওই আবেদন পুনর্বিবেচনা চায় দলটি।
গতকাল ২৯ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।
আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি না হওয়ায় তাদের দলের নিবন্ধন দেওয়া হয়নি। এখন তারা বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদালতে যাওয়ার আগে নিবন্ধের আবেদন পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গণ অধিকার পরিষদ নেতা বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত ছিল সবই তারা পূরণ করেছেন। তার পরও নির্বাচনের আগে তাদের নিবন্ধন দেওয়া হয়নি। তিনি আরও যুক্ত করেন, আমাদের এখন আর বাঁধা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে সমগ্র বাংলাদেশে আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page