পটুয়াখালী অফিসঃ পটুয়াখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানে হওয়া বৈষম্য ও এর প্রতিকার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার(৮ আগষ্ট) বিকালে শহরের সিঙ্গারা পয়েন্ট লেক সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুনে তাদের সাথে হওয়া বৈষম্যগুলো তুলে ধরেন এবং এর প্রতিকার দাবি করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান নিয়ে পদযাত্রা করে শহরের ঝাউতলা সংলগ্ন “শহীদ হৃদয় চত্তর” এ গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের প্রতিনিধি সাগর চৌধুরী জানায়, আমরা শিক্ষার্থীরা মিলে সরকার পতন করেছি। আমরা কোনো ছাত্র রাজনীতি চাই না। আমরা চাই শান্তির বাংলাদেশ।
সাইয়্যেদা রূশদা জানায়, আমরা আমাদের শহরকে সুন্দর করে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছি। শিক্ষার্থীরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ।
এছাড়াও পটুয়াখালীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মহিলা কলেজ,সরকারি জুবিলী স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।